ছাত্র-ছাত্রীদের বিদ্যালয় কর্তৃক নির্ধারিত ইউনিফরম

৯ম  – ১২শ শ্রেণি:
মেয়ে : অফ হোয়াইট কামিজ-বোরখা, নেভি ব্লু সালোয়ার-ওড়না-হিজাব-স্কার্ফ, নেভি ব্লু কাপড়ের বেল্ট
ছেলে : অফ হোয়াইট শার্ট ও নেভি ব্লু প্যান্ট, রুচিশীল ও মার্জিত বেল্ট
সোয়েটার : গাড় নীল সোয়েটার/রুচিশীল
জুতা : কালো
মোজা : কালো/রুচিশীল

 

শিক্ষার্থীদের চুলের কাট ও বেল্ট:
◙ ছেলেদের চুলের কাট অবশ্যই যথাযথ হতে হবে। চুল কানের উপরে থাকবে এবং কপাল
যেন ঢেকে না থাকে অথবা পিছনে ঝুলে না থাকে। রুচিশীল ও মার্জিত বেল্ট ব্যবহার করবে।
◙ কোন শিক্ষার্থী চশমা ব্যবহার করলে চশমার ফ্রেম অবশ্যই রুচিশীল ও মার্জিত হতে হবে।
◙ মেয়েরা নেইলপলিশ, মেহেদী, মেক-আপ (এমনকি কাজল)/ কোন প্রকার প্রসাধনী সামগ্রী
ব্যবহার করে কলেজে আসতে পারবে না।
◙ চুল রঙ করা, উজ্জ্বল করা, ভ্রূ প্লাগ করে কলেজে আসা যাবে না।