আমাদের কথা

ইউনুছ খান মেমোরিয়াল কলেজ

প্রান্তিক জনগোষ্ঠীকে আধুনিক স্বাস্থ্য ও শিক্ষায় সংশ্লিষ্ট করার উদ্দেশ্যকে সামনে রেখে ইউনাইটেড ট্রাস্টের পৃষ্ঠপোষকতায় এবং বিডিএডুকেশনের সার্বিক পরিচালনায় ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের “শামুরবাড়ি” গ্রামে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে ইউনুছ খান মেমোরিয়াল কলেজ।

সামাজিক এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম ইচ্ছাপোষণ করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইউনাইটেড গ্রুপের পরিচালক এবং ইউনাইটেড ট্রাস্টের ট্রাস্টি জনাব ফরিদুর রহমান খান। তাঁর ঐকান্তিক চেষ্টা, ইউনাইটেড ট্রাস্টের পৃষ্ঠপোষকতা এবং বিডিএডুকেশনের পরিচালকদের নিরলস পরিশ্রমের ফলস্বরূপ প্রতিষ্ঠানটি এই পূর্ণাঙ্গ রূপে আবির্ভূত হয়েছে।

প্রাথমিক পর্যায়ে কলেজটি ১৫ জন অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী শিক্ষাদান করবেন । কলেজটির অনন্য বৈশিষ্ট সমূহ হলো- নান্দনিক ও সুসজ্জিত অবকাঠামো, বিজ্ঞান, বানিজ্য ও কলা বিভাগে গুণগত ও মানসম্মত শিক্ষা এল. ই. ডি. টিভি সমৃদ্ধ প্রতিটি শ্রেণী কক্ষ; সুসজ্জিত কম্পিউটার ল্যাব ও ইন্টারনেট সংযোগ; ছাত্র-ছাত্রীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা; ইংরেজি, কম্পিউটার, গণিত, পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানের বিশেষ ব্যবহারিক ক্লাসের ব্যবস্থা। তাছাড়া রয়েছে প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্য খেলাধূলা, বিতর্ক, বিভিন্ন ক্লাব, ক্রীড়া এবং চিত্তবিনোদনের সু-ব্যবস্থা।

এই কলেজটি প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য হল গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা ছাত্র/ছাত্রীরা যাতে সু-শিক্ষা গ্রহণের সুযোগ লাভ করে। কলেজের শিক্ষকমন্ডলী ও কর্মচারীবৃন্দ তাদের অর্জিত জ্ঞান ও নিষ্ঠার দ্বারা কলেজের সার্বিক মান বজায় রাখতে সদা সচেতন থাকবেন বলে আমরা আস্থাশীল।

গ্রামীণ জনপদে যেসকল মহৎপ্রাণ ব্যক্তিবর্গ কলেজটি প্রতিষ্ঠা করেছেন আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ।

152
শিক্ষার্থী সংখ্যা
19
মোট শিক্ষক সংখ্যা
2019
প্রতিষ্ঠা সাল

যোগাযোগ

শামুরবাড়ি, গাঁওদিয়া, লৌহজং, মুন্সিগঞ্জ
ফোন : + ৮৮ ০১৩০৯-১৩৮৮৫১, ০১৩০৮-৬২৯৯৯২,
ইমেইল : info@ykmcs.org
ওয়েব : ykmcs.org